• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নাম

   ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৪ পি.এম.

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত ১৫ হাজার ৪৪৬ জন জেলের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়।

প্রত্যেককে দুই মাসের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চাল দেওয়া হয়। তবে বিতরণ করা ৩০ কেজি ওজনের চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান দেখা যায়। কিছু বস্তায় কালো রঙের স্প্রে দিয়ে লেখাটি ঢাকা হলেও অধিকাংশ বস্তায় লেখা বিদ্যমান ছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

কোদালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন খান বলেন, গত বুধবার  চালসহ এই বস্তাগুলো খাদ্যগুদাম থেকে এনে জেলেদের মাঝে বিতরণ করা হয়েছিল। সেখানে শেখ হাসিনার নাম কালো কালি দিয়ে মুছে দিয়েছিল। তবে কিছু বস্তায় এই নামগুলো রয়ে যায়।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, সরকারি চাল এ দেশের নাগরিকদের ভ্যাট ট্যাক্সের টাকায় দেওয়া হয়। শেখ হাসিনার পতনের পরেও চালের বস্তায় তার নাম থাকা দুঃখজনক। খাদ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানাই তারা দ্রুত যেন এই বস্তাগুলো ব্যান করে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে এর দায়ভার রাষ্ট্র কিংবা জনগণ নেবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার এমপিদের নিয়ে পালিয়ে গেলেও তৃণমূল থেকে সচিবালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তার দোসররা রয়ে গেছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা শেখ হাসিনার অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে।

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের চাল বিতরণের ট্যাগ অফিসার ফিরোজ মিয়া বলেন, ৫ আগস্টের পরে এই সংস্কারটি প্রয়োজন ছিল। চালের বস্তায় নামের বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করি পরবর্তী চাল বিতরণে লোগো পরিবর্তন করে দেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বলেন, বিগত সরকার থাকা কালে বিভিন্ন সময়ে বস্তাগুলো কেনা হয়েছিল। কর্তৃপক্ষের নির্দেশেই লেখাটি লেখা ছিল। ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর নতুন সরকারের নির্দেশ ছিল বস্তা থেকে লেখাগুলো মুছে দেওয়া। আমরা আপ্রাণ চেষ্টা করছি স্প্রে দিয়ে নামটি মুছে দেওয়ার জন্য। পরবর্তীতে চাল বিতরণের সময় এই নামটি মুছে না দিলে যারাই দায়িত্বে থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
পুরোনো দুর্গ ফিরে পেতে মরিয়া বিএনপি
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
প্রয়াত সাংবাদিক আরিফিন তুষারের পরিবারের পাশে রহমাতুল্লাহ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ
কেন্দুয়া কলেজের ১১ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদের অভিযোগ