গণমাধ্যমকর্মীদের সম্মানে আমরা বিএনপি পরিবার এর ইফতার


জ্যেষ্ঠ প্রতিবেদক
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার মাহফিলে ‘বিএনপি বিটে’ কর্মরত অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন। মঙ্গলবার ১১ মার্চ বিকাল ৪টায় গুলশানের লেকশোর হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডঃ আবদুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জাহিদুল ইসলাম রনি।
ভিওডি বাংলা/ এমএইচ
নির্বাচনের ঘোষণা ‘হতাশ’ জাতিকে আশার আলো দেখিয়েছে- কাদের গনি
গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সম্মিলিত …

৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে মঙ্গলবার (০৫ আগস্ট) সংবাদপত্র অফিসে ছুটি …

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কাদের গনি
জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব …
