• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি

‘১৩ সেলাই লেগেছে’ নর্থ সাউথের এক ছাত্রের

   ৬ মার্চ ২০২৫, ০৯:৪০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বুধবার রাতে সারজিস আলমের উপস্থিতি ঘিরে একপক্ষের প্রতিবাদী স্লোগান ও পরবর্তী সময়ে মারামারির ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। মো. মুশতাক তাহমিদ নামের এমবিএর ওই শিক্ষার্থীর পিঠে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। সেখানে ১৩টি সেলাই দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আহত মুশতাক তাহমিদ বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে আরও চার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

হামলার জন্য মুশতাক তাহমিদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ছাত্রদল নেতা পরিচয়ধারী আহমেদ শাকিল ও তাঁর সহযোগী মাসরুরকে দায়ী করেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় থানায় মামলা গ্রহণ এবং দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন তিনি।

গতকাল রাতের ঘটনার বিষয়ে মুশতাক তাহমিদ জানান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম গতকাল রাত আটটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ঘাট পাড়ে’ যান। সেখানে অনেকের সঙ্গে তাঁর কথা হয়। তিনি কেন আগেই এখানে আসেননি, গণ–অভ্যুত্থানে হতাহত ব্যক্তিদের পরিবারকে দেখভালসহ নানা বিষয়ে তাঁর কাছে অনুযোগ করেন শিক্ষার্থীদের অনেকে। এই আলাপচারিতার এক পর্যায়ে রাত ১০টার পর সারজিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকের সামনে যান। কিছুক্ষণ পর সেখানে ছাত্রদলের পরিচয় দিয়ে ৩৫–৪০ জনের মতো ছেলে সারজিস আলমের উপস্থিতির প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন। ‘ঢাবির দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন তাঁরা।

একপর্যায়ে ওই প্রতিবাদকারীদের সঙ্গে সারজিস আলম ও তাঁর সঙ্গে থাকা শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডা হয় জানিয়ে মুশতাক তাহমিদ বলেন, তাঁরা সারজিস আলমের ওপর আক্রমণ করতে এলে তিনি থামানোর জন্য এগিয়ে যান। তখন তাঁর ওপর হামলা হয়। ‘এ সময় আহমেদ শাকিল আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন এবং মাসরুর মাথায় কামড় দেন,’ বলেন তাহমিদ।

হামলাকারীদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেউ ছিলেন না জানিয়ে মুশতাক তাহমিদ বলেন, ‘আহমেদ শাকিল ও মাসরুর রাজনৈতিক দলের হলেও তাঁদের আমি কোনো রাজনৈতিক দলের নেতা মনে করি না। আমি মনে করি, তারা সন্ত্রাসী। তাঁদের সন্ত্রাসী হামলায় আমার শরীরে ১৩টির মতো সেলাই লেগেছে। আমি নিজেও কোনো রাজনৈতিক দলের নই। আমি বিভিন্ন সময়ে কোটাবিরোধী আন্দোলনসহ ছাত্রদের বিভিন্ন দাবির পক্ষে আন্দোলনে সক্রিয় ছিলাম। জুলাই গণ–অভ্যুত্থানেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম।’

এই হামলার এক পর্যায়ে সারজিস আলমকে নিরাপদে সেখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় বলে জানান মুশতাক তাহমিদ। তিনি বলেন, তাঁর জানামতে হামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষার্থী হালকা আহত হয়েছেন।

এ ঘটনার পর গতকাল গভীর রাতে ভাটারা থানায় আহমেদ শাকিল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন কয়েকজন শিক্ষার্থী। ওই রাতেই থানাটিতে পাল্টা অভিযোগ দেয় অপর পক্ষ। তবে কোনো পক্ষের অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজ সকালে বলেন, দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা, মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আহত মুশতাক তাহমিদ বলেন, তাঁর শুভাকাঙ্ক্ষীরা রাতে মামলা করতে থানা থেকে বলা হয়, ওপর থেকে নির্দেশ আছে। সে কারণে মামলা নিতে পারবে না। অবিলম্বে মামলা নিয়ে এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপি নেতা মাহিনের দুঃখপ্রকাশ
এনসিপি নেতা মাহিনের দুঃখপ্রকাশ
চাঁদা আনতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫
চাঁদা আনতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫
রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর মোহাম্মদপুরে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা