• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৫ পি.এম.

কুয়েট প্রতিনিধি

অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশবিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। সভায় উপ-উপাচার্যসহ সিন্ডিকেটের ১৪ জন সদস্য অংশ নেন। এদিন সভায় কুয়েটের সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ৭ কার্যদিবস বৃদ্ধি করার অনুমোদন দেয়া হয়।  

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে ‘সাধারণ শিক্ষার্থীদের’ সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পরে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ ও ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা কুয়েট শিক্ষার্থীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে এই স্মারকলিপি জমা দেন তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান
দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে শেকৃবি ছাত্রদলের সতর্ক অবস্থান
ঢাবির ৫ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত
ঢাবির ৫ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা