• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইসিসি টুর্নামেন্টে বাবরের মাইলফক

   ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ পি.এম.

স্পোর্টস ডেস্ক
শুরুটা দারুন ছন্দে শুরু করেছিলেন বাবর আজম। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচটিতে অপূর্ব সব কভার ড্রাইভ ও ফ্লিকে জানান দিয়েছিলেন, আজকে তার দিন হতে পারে। তবে সেই সম্ভাবনা খুব বেশিক্ষণ টিকল না। নবম ওভারে হার্দিক পান্ডিয়ার করা দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওপেনিংয়ে নামা বাবর আউট হওয়ার আগে ৫টি চারের সাহায্যে করেন ২৩ রান। ইনিংস লম্বা করতে না পারলেও এদিন দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে ১ হাজার রান পূর্ণ হয়েছে তার। 

২৪তম ইনিংসে এসে আইসিসি টুর্নামেন্টে হাজার রান পূর্ণ করলেন বাবর। পাকিস্তানের হয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পা দিলেন এই ব্যাটার। এর আগে দেশটির হয়ে কেবল সাঈদ আনোয়ার আর জাভেদ মিয়াদাঁদই আইসিসি টুর্নামেন্টে হাজার রান পূর্ণ করতে পেরেছেন। 

আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান

সাঈদ আনোয়ার- ২৫ ইনিংসে ১ হাজার ২০৪ রান, জাভেদ মিয়াদাঁদ- ৩০ ইনিংসে ১ হাজার ৮৩ রান, বাবর আজম- ২৪ ইনিংসে ১ হাজার ৫ রান, মোহাম্মদ ইউসুফ- ২৫ ইনিংসে ৮৭০ রান, মিসবাহ-উল-হক- ১৯ ইনিংসে ৮৬৫ রান। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়ানডে ক্রিকেটে ৫ বল খেলেই জয়
ওয়ানডে ক্রিকেটে ৫ বল খেলেই জয়
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ