ওয়ারীতে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

রাজধানী ঢাকার ওয়ারীতে অবস্থিত একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত ‘পাস্তা ক্লাব’ রেস্টুরেন্টের রান্নাঘরে এই বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে পুরো ভবন কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা কর্মচারী ও অন্যান্যরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় লোকজন ও পথচারীদের সহায়তায় আহতদের উদ্ধার করে রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন শাহ আলাম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। তাদের মধ্যে কয়েকজন সামান্য আহত হলেও দুজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কামরুল ও জসিম নামে দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কামরুলের শরীরের প্রায় ৮ শতাংশ এবং জসিমের শরীরের প্রায় ৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে এবং অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওয়ারীর ওই রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহতসহ মোট ৮ জনকে হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হতে পারে। তবে দগ্ধ দুইজনকে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভিওডি বাংলা/জা







