• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে টানা ষষ্ঠ জয়ে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ পি.এম.
সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান তুলে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে টাইগ্রেসরা।

ইনিংসের শুরুতে ওপেনার দিলারা আক্তার (২৮ বলে ৩৯) ও জুয়াইরিয়া ফেরদৌস (২২) ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। এরপর দ্রুত ফেরেন শারমিন আক্তার সুপ্তা (১৫)। চতুর্থ উইকেটে জ্যোতি ও সোবহানার ১০০ রানের জুটি বাংলাদেশের বড় সংগ্রহ নিশ্চিত করে। জ্যোতি ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৬ রান, আর সোবহানা ২৩ বলে ৭ চার ও ২ ছক্কায় খেলেন ৪৭ রানের বিধ্বংসী ইনিংস।

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। প্রথম বলেই মারুফা আক্তার তুলে নেন ডার্সি কার্টারের উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানে থামে স্কটিশদের ইনিংস।

স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্রাউল, আর মেগান ম্যাককল করেন ২০ রান। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার নেন ৩ উইকেট, আর নিয়ন্ত্রিত বোলিংয়ে ২ উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার।

এই জয়ে গ্রুপ পর্বে চার ম্যাচ জয়ের পর সুপার সিক্সের দুই ম্যাচেও জিতে টানা ছয় ম্যাচে অপরাজিত থাকল বাংলাদেশ নারী দল। এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান হলেও জয় এসেছে তৃতীয় সর্বোচ্চ ৯০ রানের ব্যবধানে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
থাইল্যান্ডকে ৩৯ রানে হারালো সুপার সিক্সে
বাংলাদেশ নারী দল: থাইল্যান্ডকে ৩৯ রানে হারালো সুপার সিক্সে