• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পি.এম.
মন্ত্রিপরিষদ বিভাগ। সংগৃহীত ছবি

আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণা থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নির্দেশনা কার্যকর করতে সব মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার অভিযোগ ওঠে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া দণ্ডনীয় অপরাধ।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি বিশেষ নির্দেশনা জারি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট সংক্রান্ত প্রচারণায় অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসির নির্দেশনা বাস্তবায়ন প্রসঙ্গে শুক্রবার গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের প্রচার বিষয়ে ইসির নির্দেশনা সব পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে অনেকেই গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন, তবে এখন অফিসিয়ালি সবাইকে জানানো হবে।

এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক বলেন, আগে নির্বাচন কমিশনের সুস্পষ্ট বিধিনিষেধ না থাকায় কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তবে এখন ইসির বিধিনিষেধ জারির পর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো প্রচারণায় অংশ নেবেন না।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
মাহফুজ আলম: জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
নবম পে-স্কেলের গেজেট দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন
সরকারি কর্মচারীরা: নবম পে-স্কেলের গেজেট দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন
জুলাই সনদ মানুষের অধিকার নিশ্চিত করবে: আলী রীয়াজ
জুলাই সনদ মানুষের অধিকার নিশ্চিত করবে: আলী রীয়াজ