• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে আচরণবিধি উপেক্ষা করে সয়লাব রঙিন বিলবোর্ড ও পোস্টার

নিজস্ব প্রতিবেদক    ৩০ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পি.এম.
আচরণবিধি লঙ্ঘন উপেক্ষা করে রাজধানীর সড়ক-প্রতিটি দেয়াল রঙিন পোস্টার ও বিলবোর্ডে সয়লাব-  ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা রাজধানীতে চলছে ব্যাপক রঙিন বিলবোর্ড এবং দেয়ালজুড়ে পোস্টারে। আচরণবিধি তোয়াক্কা না করেই প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীদের পাশাপাশি বিএনপি ও জামায়াতের প্রার্থীরাও এই আচরণবিধি লঙ্ঘনের তালিকায় নাম উল্লেখ করছেন।

কারওয়ানবাজার এলাকা ঘুরে দেখা গেছে, গোল চত্বরের চারপাশে একাধিক রঙিন বিলবোর্ড স্থাপন করা হয়েছে জামায়াত, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫ অনুযায়ী, রঙিন প্রচারণা শুধুমাত্র ইলেকট্রনিক এবং ডিজিটাল মাধ্যমে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে আকার ও সংখ্যার সীমা উল্লেখ থাকলেও রঙিন বিলবোর্ডের ব্যবহার নিষিদ্ধ নয়। তবে পোস্টার সাঁটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

তবুও রাজধানীর বিভিন্ন এলাকায় দেয়ালজুড়ে পোস্টার এবং ফেস্টুনের সংখ্যা কমেনি। ঢাকা-১২ আসনে এবি পার্টি এবং লেবার পার্টির সমর্থকরা প্রচারণার জন্য পোস্টার ব্যবহার করেছেন। জামায়াতের প্রার্থীও রঙিন বিলবোর্ড এবং দেয়ালে দেয়ালে পোস্টার ব্যবহার করছেন।

হাতপাখা প্রতীকের প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেন, “আমাদের কোনো পোস্টার নেই। যদি কিছু পোস্টার থাকে, সেগুলো আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে লাগানো হয়েছিল। সবগুলো পোস্টার তো সরানো সম্ভব নয়। আমরা কোনো রঙিন ব্যানার ব্যবহার করিনি।”

এছাড়া বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীও ঢাকা-১২ আসনে প্রচারণার জন্য বিলবোর্ড ব্যবহার করেছেন। তবে তিনি দাবি করেন, পোস্টারগুলো ঢাকা-৮ আসনের জন্য প্রাথমিকভাবে তৈরি হয়েছিল এবং পরে সরানো হয়েছে। সাইফুল হক বলেন, “ঢাকা-১২ আসনের জন্য নতুন কোনো পোস্টার তৈরি করা হয়নি। যদি কোথাও পোস্টার দেখা যায়, তা হয়তো আগের প্রচারণার অবশিষ্ট।”

স্বতন্ত্র প্রার্থীরাও বাদ পড়েননি। রঙিন বিলবোর্ডে প্রচারণা থাকলেও তারা দাবি করছেন আচরণবিধি অনুযায়ী কাজ করছেন। স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব বলেন, “আমি আচরণবিধি মেনে কাজ করার চেষ্টা করছি। অন্য প্রার্থীরা নতুন নতুন পোস্টার লাগাচ্ছেন, কিন্তু আমার কোনো নতুন পোস্টার নেই।”

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “কমিশন মনে করে, অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। গণমাধ্যমে যে বিষয়গুলো সামনে এসেছে, তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তাদের নজরে আনা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এসব প্রতিরোধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১২৮টি নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এখন পর্যন্ত ৯৪টি মামলা দায়ের করা হয়েছে। তবে এসব লঙ্ঘনের পরও প্রচারণা অব্যাহত রয়েছে।

রাজধানীর এই রঙিন বিলবোর্ড ও পোস্টারের সয়লাব রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রচারণার এই ধরনের চিত্র নির্বাচনী মাঠে নাগরিকদের সচেতন অংশগ্রহণ এবং আইন-শৃঙ্খলার প্রতি কঠোর নজরদারির প্রয়োজনীয়তা ফুটিয়ে তুলেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা