কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫

কলম্বিয়ায় বুধবার স্থানীয় সময় দুপুরে একটি বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন সংসদ সদস্যসহ ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী পাহাড়ি এলাকা।
নিহত এমপি দিওজেনেস কুইন্তেরো। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন ওকানার এমপি উইলমের ক্যারিল্লো। আহত বা বেঁচে থাকা কোনো যাত্রী নেই বলে ধারণা করা হচ্ছে।
বিমানের পরিচয় দেওয়া হয়েছে কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার “বিচক্র্যাফট ১৯০০” টুইন প্রোপেলার উড়োজাহাজ হিসেবে। এটি ভেনেজুয়েলার কুকুটা থেকে ওকানা শহরের দিকে যাচ্ছিল। বিমানটি ওকানার আকাশে প্রবেশের পর কন্ট্রোল ট্রাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পরে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
উড়োজাহাজে ২ জন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণে সবার মৃত্যু হয়েছে। ধ্বংস হওয়া বিমান ও নিহতদের দেহাবশেষ উদ্ধারের জন্য কলম্বিয়ার বিমান বাহিনী একটি দল পাঠিয়েছে।
বিমান বিধ্বস্ত এলাকা পাহাড়ি এবং সেখানে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয়। এছাড়া ওই অঞ্চলে কলম্বিয়ার সবচেয়ে বড় গেরিলা গ্রুপ ন্যাশনাল লিবারেশন আর্মি (এএলএন) কার্যক্রম চালায়। তবে, গেরিলা হামলার কারণে বিমান দুর্ঘটনা ঘটেছে— এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি।
সাতেনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান চলছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় নিহতদের মধ্যে স্থানীয় এবং সীমান্ত এলাকার সাধারণ মানুষও ছিলেন।
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনার ঘটনা অতি দুঃখজনক এবং এটি দেশে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন এবং সামরিক বাহিনী দ্রুত উদ্ধারকাজ চালাচ্ছে।
ভিওডি বাংলা/জা







