• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তথ্য উপদেষ্টা

ভোটের আমেজ তৈরি হয়েছে, ভয় পাওয়ার কারণ নেই

নিজস্ব প্রতিবেদক    ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ পি.এম.
পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি

নির্বাচন ইস্যুতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচন মানেই একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ। এক দল আরেক দলকে হারানোর চেষ্টা করবে, কথা বলবে—এটা স্বাভাবিক। তবে কোথাও কোথাও ভদ্রতা ও সভ্যতার সীমা মানা হচ্ছে না। সে কারণেই সব দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, কোনো বক্তব্য বা কর্মকাণ্ড যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যায়, তখন তা সরকারের দায়িত্ব। তার আগ পর্যন্ত কে কার জনসভায় কী বলল, সেটি সরকারের দায়িত্ব নয়।

পাশের দেশ ভারত থেকে নির্বাচন নিয়ে মন্তব্য আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন একটি দেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত দেওয়ার সুযোগ নেই। জেতার আগেই কে জিতবে—এ ধরনের মন্তব্য বস্তুনিষ্ঠতার সুযোগ রাখে না।

ভোটের পরিবেশ নষ্ট হলে আওয়ামী লীগ দায়ী হবে—সরকারের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা যে হয়নি, তা বলা যাবে না। নির্বাচনের তফসিল ঘোষণার দিনই বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ভুক্তভোগী আমরা নিজেরাও হয়েছি। পতিত স্বৈরাচারের কোনো শক্তি যদি নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, সরকার তা প্রতিরোধে প্রস্তুত রয়েছে।

কিছু জেলায় জেলা প্রশাসকদের গণভোটের পক্ষে প্রচারণা চোখে পড়ছে না—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, উপদেষ্টারা ইতোমধ্যে দেশের ৬৪টি জেলায় গিয়ে সুশীল সমাজ, শিক্ষক, ছাত্র ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং গণভোটের বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। এখন যেহেতু নির্বাচনী প্রচার শুরু হয়েছে, তাই উপদেষ্টারা আর মাঠে যাচ্ছেন না। গণভোটের পক্ষে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকদের দায়িত্ব হলো জনগণকে জানানো যে ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হবে, যাতে মানুষ উভয় ভোটে অংশ নেয়। এর বাইরে তাদের কোনো প্রচারণার ভূমিকা নেই।

ভোটের পরিবেশ নিয়ে মানুষের মধ্যে ভয়ের কথা উঠলে উপদেষ্টা বলেন, তিনি ব্যক্তিগতভাবে কোথাও ভোট দিতে ভয় পাচ্ছে—এমন অভিযোগ শোনেননি। বরং বিভিন্ন জেলায় গিয়ে নির্বাচনের আমেজ লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন বক্তব্য দিয়ে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, কেউ যদি নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
মাহফুজ আলম: জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”