• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ নারী ফুটসাল দলকে তারেক রহমানের অভিনন্দন

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পি.এম.
বাংলাদেশ নারী ফুটসাল দল ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: কোলাজ

প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ অভিনন্দন জানান।

তারেক রহমান লেখেন, নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যস্ততার মধ্যেই বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণাদায়ক খবর পেলাম। প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের নারী দলকে অভিনন্দন। সীমিত সুযোগ মুবিধার মধ্যেও তাদের খেলোয়াড়সুলভ আচরণ ও প্রতিভা প্রমাণ করে—সবকিছু সম্ভব।

তিনি তার পোস্টে আরও লেখেন, এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত তাদের বিষয়ে আরও বেশি যত্মশীল হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয়া যাতে করে তারা বাংলাদেশের গর্ব ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারে।

প্রসঙ্গত, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে মালদ্বীপকে  ১৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ