লা লিগায় শীর্ষে রিয়াল, চাপের মুখে বার্সেলোনা

লা লিগার শিরোপা লড়াইয়ে নাটকীয় মোড় এসেছে। ভিয়ারিয়ালকে ২–০ গোলে হারিয়ে বার্সেলোনাকে টপকে লিগের শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতির পর আলভারো আরবেলোয়ার শিষ্যরা অনেক বেশি গুছিয়ে আক্রমণে ওঠে, যার ফলও দ্রুত পায় রিয়াল। ৪৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের নিচু ক্রস ভিয়ারিয়ালের রক্ষণভাগ ক্লিয়ার করতে গিয়ে এমবাপ্পের সামনে পড়ে যায়। কাছ থেকে জোরালো শটে জাল কাঁপান ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র একাধিকবার আক্রমণ করলেও গোলের দেখা পাননি। তবুও ম্যাচজুড়ে রিয়ালের আধিপত্য বজায় থাকে। ৬২ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় ভিয়ারিয়াল। দানি পারেহোর দ্রুত নেওয়া ফ্রি-কিকে ফাঁকা পোস্ট পেয়েও জেরার্দ মোরেনোর শট গোলবারের ওপর দিয়ে চলে যায়।
শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয় নিশ্চিত করেন এমবাপ্পে। আলফোনসো পেদ্রাসা ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে পানেনকা স্টাইলে মাঝ বরাবর বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
জানুয়ারিতে লা লিগা পুনরায় শুরুর সময় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। গত সপ্তাহে বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেলে শিরোপা লড়াইয়ে ফেরার সুযোগ পায় লস ব্লাঙ্কোসরা।
বর্তমানে দুই পয়েন্ট ব্যবধানে লিগের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ (৫১)। তবে রবিবার লিগের তলানিতে থাকা রিয়াল ওভিয়েদোর বিপক্ষে জয় পেলে ফের শীর্ষস্থান দখল করতে পারে বার্সেলোনা (৪৯)।
ভিওডি বাংলা/ আরিফ







