মালয়েশিয়ায় প্রবাসীদের নিউ ইয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

নিউ ইয়ার ২০২৬ উদযাপনের অংশ হিসেবে মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের প্রিমিয়ার স্টার ব্যাডমিন্টন একাডেমিতে রবিবার রাতে ১৬টি দল অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাফিজ রহমান রাসেল (এনআর মাল্টি গ্রুপ এসডিএইচডি) এবং বিশেষ অতিথি ছিলেন প্রবাসী উদ্যোক্তা বিএম রাসেল রানা।
ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাদি জাস্টিস রেভ্যুলেশন, দ্বিতীয় হয় টিম ইউনাইটেড সিলেট। চ্যাম্পিয়ন দল পান ১ হাজার রিঙ্গিত, প্রথম রানার আপ ৭শ রিঙ্গিত এবং দ্বিতীয় রানার আপ ৩শ রিঙ্গিত নগদসহ ট্রফি।
খেলায় অংশ নেওয়া প্রবাসীদের পাশাপাশি সাধারণ প্রবাসীরাও মাঠে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন। আয়োজক কমিটির মধ্যে ছিলেন রাব্বি হাসান, নীলয়, মাসুদ রানা, মো. আজাদুল ইসলাম (মুসা) এবং পারভেজ ইকরাম।
ভিওডি বাংলা/জা







