• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তন প্রস্তাব প্রত্যাখ্যান

স্পোর্টস ডেস্ক    ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ এ.এম.
বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট। সংগৃহীত ছবি

নিরাপত্তাজনিত কারণে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাবের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিসিবি, তবে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) তা প্রত্যাখ্যান করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিসিবি বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন ও আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব তোলে। এরপরই আয়ারল্যান্ড ক্রিকেট তাদের অবস্থান স্পষ্ট করে।

ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের এক কর্মকর্তা বলেন, “আমরা চূড়ান্ত নিশ্চয়তা পেয়েছি যে নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আমরা আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলব।”

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড গ্রুপ ‘সি’-তে আছে, যেখানে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমানের সঙ্গে তাদের ম্যাচ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। এই গ্রুপের ম্যাচ আয়োজনের কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

বাংলাদেশের গ্রুপের ভেন্যু পরিবর্তন না হওয়ায় দেশটির অংশগ্রহণের সম্ভাবনা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ