• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক    ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পি.এম.
উত্তরার ১১ নম্বর সেক্টরে ছয়তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত ও আহতদের উদ্ধার কার্যক্রম চলছে-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লেগে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে-কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছর বয়সী ছেলে কাজী ফাইয়াজ রিশান।

আরও পড়ুন: উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, মৃত্যু ৩

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক আহমেদ জানান, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ৭টা ৫৮ মিনিটে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করেছে। উদ্ধারকাজ চলাকালীন প্রাথমিকভাবে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। 

নগরবাসী ও প্রশাসনকে সতর্ক থাকতে এবং অগ্নি নিরাপত্তা মানদণ্ড মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিস ও পুলিশ সতর্ক করেছেন, ভবনের বৈদ্যুতিক ব্যবস্থা ও গ্যাস লাইন নিয়মিত পরীক্ষা না করলে এমন দুর্ঘটনা ঘটতে পারে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা