• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ পি.এম.
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সংগৃহীত ছবি

বিসিবি পরিচালক নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত মন্তব্য এবং এর বিপরীতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের কঠোর অবস্থান—সব মিলিয়ে অস্থির হয়ে ওঠে দেশের ক্রিকেটাঙ্গন। এমন পরিস্থিতিতে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মূলত ক্রিকেটাররা খেলা বয়কট প্রত্যাহার না করায় এই সিদ্ধান্তে পৌঁছায় বিসিবি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে। এর আগে বিসিবি জানায়, নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানোর পর ক্রিকেটারদের আজকের মধ্যেই মাঠে ফেরার কথা। অন্যথায় বিপিএল স্থগিত করা হবে।

এদিন সন্ধ্যা ছয়টায় মিরপুরে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। একই কারণে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচও বাতিল করা হয়।

এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বা ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন—এমন লিখিত প্রতিশ্রুতি না দিলে ক্রিকেটাররা মাঠে ফিরবেন না।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ