• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক    ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পি.এম.
ঢাকায় বিশ্বকাপ ট্রফি-ছবি সংগৃহীত

চলতি বছরের ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকায় পৌঁছেছে। বিশ্বজুড়ে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’ আয়োজনের অংশ হিসেবে এই সোনালি ট্রফি বাংলাদেশে একদিনের জন্য আসলেও দেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি বিরল একটি রোমাঞ্চ। বিশ্বকাপের মূল আয়োজক দেশ মেক্সিকোতে ১২ জুন উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রফিটি মেক্সিকো যাওয়ার আগে ১৫০ দিনের বিশ্বপর্যটন সম্পন্ন করবে। 

ঢাকায় ট্রফি নিয়ে আসেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা, যিনি আর্সেনালের সাবেক খেলোয়াড়। ২০২২ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী ক্রিস্টিয়ান কারেম্বু বাংলাদেশে ট্রফি নিয়ে আসেন। এবারের সফরও সেই ধারাবাহিকতাই বজায় রাখছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান ও ভারতের মধ্য দিয়ে ট্রফি বহনকারী চার্টার্ড বিমান অবতরণ করে। ট্রফি গ্রহণ করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিমানবন্দর থেকে ট্রফি নিয়ে যাওয়া হবে হোটেল র্যাডিসন ব্লু-তে।

তবে সাধারণ দর্শকদের জন্য ট্রফি প্রদর্শনের সুযোগ সীমিত রাখা হয়েছে। ২০২২ সালের মতো কোনো কনসার্ট বা পাবলিক প্রদর্শনী হবে না। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা বিকেলে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। তবে ঘরোয়া লিগ চলায় অন্য ফুটবলারদের উপস্থিতি অনিশ্চিত।

বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, “খেলোয়াড়রা বর্তমানে ক্লাবে আছেন। ট্রফি সকালে আসবে, তাবিথ ভাই রিসিভ করবেন। বাফুফে ও অতিথিদের জন্য হয়তো আধা ঘণ্টা বা এক ঘণ্টার সংক্ষিপ্ত সেশন থাকবে। সাধারণ দর্শকরা ছবির সুযোগ পাবেন না। নারীদের অংশগ্রহণও নিশ্চিত নয়।”

বিশ্বজুড়ে ট্রফি সফরের সূচনা হয়েছিল সৌদি আরবের রিয়াদে, যেখানে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো হাতে ট্রফি তুলে দেন। এবারের সফরে ট্রফি মোট ৭৫টি দেশ ঘুরবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে জুন-জুলাইয়ে ৪৮ দলের বিশাল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

ঢাকায় ট্রফি শুধুমাত্র একদিনের জন্য থাকলেও ফুটবলপ্রেমীদের জন্য এটি বড় আকর্ষণ। বাংলাদেশের জাতীয় দল বর্তমানে বিশ্বকাপে নেই, তবুও দেশের ফুটবলপ্রেমীদের জন্য ট্রফির এক ঝলকই এক বিরল অভিজ্ঞতা।

ফুটবলপ্রেমীরা প্রতীক্ষা করছেন সেই মুহূর্তের জন্য, যখন তারা বিশ্বের সবচেয়ে সম্মানিত ট্রফি হাতের নাগালে দেখবেন। যদিও ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ থাকবে না, তবুও এই একদিনের সংক্ষিপ্ত সফর ঢাকায় ফুটবলপ্রেমীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

ট্রফি আজ রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে উড়াল দেবে, আর এরপর বিশ্বজুড়ে তার সফর অব্যাহত থাকবে। বাংলাদেশের দর্শকদের জন্য ট্রফি দেখার অভিজ্ঞতা সীমিত হলেও, এই এক ঝলক ফুটবলপ্রেমীদের মনে দীর্ঘদিন ধরে স্মৃতির অংশ হয়ে থাকবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ