• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সময় টিভিতে ৩ গুরুত্বপূর্ণ পদে যোগদান

নিজস্ব প্রতিবেদক    ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ এ.এম.
মুজতবা হেড অব নিউজ, সাদাফ চিফ ও  রিপন কনটেন্ট অ্যান্ড প্রোডাকশন সার্ভিস -ছবি-ভিওডি বাংলা

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির হেড অব নিউজ হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট সাংবাদিক মুজতবা খন্দকার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মুজতবা খন্দকারের। এর আগে তিনি এনটিভিসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্পাদনা, ব্যবস্থাপনা এবং অনুসন্ধানী সাংবাদিকতায় তার দক্ষতা বিশেষভাবে স্বীকৃত। সময় টিভির সংবাদ বিভাগকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে তার নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে সময় টিভির চিফ ডিজিটাল অপারেশন হিসেবে যোগ দিয়েছেন সাদ্দাত আলী সাদাফ। তিনি এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল মিডিয়া পরামর্শক হিসেবে কাজ করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সময় টিভির কার্যক্রম আরও বিস্তৃত করতে তার অভিজ্ঞতা কাজে আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, সময় টিভির এক্সিকিউটিভ ভিডিও জার্নালিস্ট রেজাউল হক রিপন পদোন্নতি পেয়ে চিফ অব কনটেন্ট অ্যান্ড প্রোডাকশন সার্ভিস হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এ পদোন্নতিকে চ্যানেলটির কনটেন্ট উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা
ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা
স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখলে সরকারই লাভবান হবে
মাহফুজ আনাম স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস রাখলে সরকারই লাভবান হবে
সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতা
নূরুল কবীর সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতা