• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেষ মুহূর্তের নাটক

টাইব্রেকারে মার্শেইকে হারিয়ে সুপার কাপ পিএসজির

স্পোর্টস ডেস্ক    ৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পি.এম.
ফ্রেঞ্চ সুপার কাপ শিরোপা জিতল পিএসজি। সংগৃহীত ছবি

ফ্রেঞ্চ সুপার কাপে নাটকীয় জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। যোগ করা সময়ের শেষ মুহূর্তে (৯০+৫ মিনিট) সমতাসূচক গোল করে ম্যাচ ২-২ এ ফেরানোর পর টাইব্রেকারে মার্শেইকে ৪-১ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

এই জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো ফ্রেঞ্চ সুপার কাপ শিরোপা জিতল পিএসজি। একই সঙ্গে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন ক্লাবটি গত ১৩ মৌসুমের মধ্যে ১২তমবার এই ট্রফি নিজেদের করে নিল।

অন্যদিকে, ১৪ বছর পর প্রথম কোনো শিরোপার আশায় মাঠে নেমেছিল মার্শেই। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় স্বপ্নভঙ্গ হওয়ায় হতাশায় অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে দেখা যায় তাদের খেলোয়াড়দের।

কুয়েতে অনুষ্ঠিত এই ম্যাচে লিগ ওয়ান ও ফরাসি কাপজয়ী পিএসজি শুরুতেই উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায়। ম্যাচের বড় সময়জুড়ে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল তারা। তবে শেষ দিকে দারুণ প্রত্যাবর্তন করে মার্শেই।

ম্যাসন গ্রিনউড পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান। এরপর উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে অপ্রত্যাশিতভাবে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মার্শেই। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে গনসালো রামোসের গোলে সমতা ফেরায় পিএসজি।

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পিএসজির গোলরক্ষক লুকাস শেভালিয়ের দুটি গুরুত্বপূর্ণ সেভ করে নায়ক বনে যান। টাইব্রেকারে পিএসজির হয়ে গনসালো রামোস, ভিতিনহা, নুনো মেন্দেস ও দেজিরে দুয়ে সফল শট নিলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্যারিসিয়ানদের।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ