• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের তত্ত্বাবধানে দেশটি বছরের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করেছে। রাষ্ট্রসংবাদ জানিয়েছে, পরীক্ষার উদ্দেশ্য পারমাণবিক সক্ষমতা প্রদর্শন এবং দেশের পারমাণবিক যুদ্ধ নিরোধ ক্ষমতা উন্নত করা। 

পরীক্ষার জরুরি প্রয়োজনের পেছনে কোরিয়া 'ভূ-রাজনৈতিক সংকট'কে কারণ হিসেবে উল্লেখ করেছে, যা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক অভিযানের দিকে ইঙ্গিত করে। 

দক্ষিণ কোরিয়া এবং জাপান জানিয়েছে, রোববার (৪ জানুয়ারি) পিয়ংইয়ংয়ের কাছাকাছি দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হয়েছে।  দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর বেইজিং সফরের কয়েক ঘণ্টা আগে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়।  

কিম জং উন পরীক্ষাগুলিকে দেশের পারমাণবিক যুদ্ধ নিরোধ ক্ষমতাকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার এবং বাস্তব যুদ্ধের জন্য প্রস্তুত করার একটি ধাপ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রসংবাদে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম এবং শীর্ষ কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন