• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মগবাজার ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পি.এম.
মগবাজার ফ্লাইওভার। সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজার মোড়ে ফ্লাইওভার থেকে ছোঁড়া ককটেলের আঘাতে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মগবাজার মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি নিচ দিয়ে চলাচল করা এক অজ্ঞাত যুবকের মাথায় আঘাত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভিওডি বাংলা/ এসএইচ/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা