• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পোপ লিও’র বড়দিনের আহ্বান:

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পি.এম.
পোপ লিও বড়দিনের প্রাক্কালে বিশ্বে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানালেন। ছবি: এএফপি

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে রাশিয়া এই অনুরোধ প্রত্যাখ্যান করায় পোপ দুঃখ প্রকাশ করেছেন। খবর আল জাজিরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রোমের কাছাকাছি ক্যাস্টেল গ্যান্ডলফোতে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ বলেন, ‘আমি সকল শুভাকাঙ্ক্ষীর কাছে শান্তির দিনটিকে সম্মান করার জন্য আমার অনুরোধ পুনরায় ব্যক্ত করছি। অন্তত আমাদের ত্রাণকর্তার জন্ম উৎসবে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।’

পোপ আরও উল্লেখ করেন, বড়দিনে রাশিয়ার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান সাম্প্রতিক সময়ে তার বড় দুঃখের কারণগুলোর মধ্যে একটি। রাশিয়া বারবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে, দাবি করেছে যে এটি কেবল কিয়েভকে সামরিক সুবিধা দেবে। 

পোপ লিও বিশ্বব্যাপী সংঘাতের কথা উল্লেখ করে বলেন, ‘আমি আশা করি তারা শুনবে এবং সমগ্র বিশ্বে ২৪ ঘণ্টা শান্তি বজায় থাকবে।’ চলতি মাসের শুরুতে পোপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন