• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেইমারের হাঁটুর সফল অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পি.এম.
ব্রাজিল ও সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার। সংগৃহীত ছবি

ব্রাজিল ও সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাসের চোট সারাতে তার ওপর আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়।

নেইমারের বর্তমান ক্লাব সান্তোস এক বিবৃতিতে জানায়, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকই অস্ত্রোপচারটি সম্পন্ন করেছেন। এর আগেও একই চিকিৎসক নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালে হওয়া ভয়াবহ অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার অস্ত্রোপচার করেছিলেন।

৩৩ বছর বয়সী নেইমার পুরো মৌসুমজুড়েই হাঁটুর ব্যথা নিয়ে খেলেছেন। কঠিন সময়ে তার অবদানেই ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন এড়াতে সক্ষম হয় সান্তোস। তীব্র যন্ত্রণা নিয়েও মৌসুমের শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে বাঁচানোর লড়াইয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

এই অস্ত্রোপচারের ফলে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ফেরার নতুন করে আশা জেগেছে নেইমারের।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার দেশটির সর্বোচ্চ গোলদাতা। তবে চোটের কারণে দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি তার।

গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন নেইমার। এর আগে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে দেড় বছরের বেশি সময় থাকলেও মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। চোট ও পুনর্বাসনের মধ্যেই কেটেছে সেই সময়।

নেইমারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত। নতুন চুক্তি নিয়ে তারকার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ক্লাবটি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ