• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ-ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে পাঁচ সদস্যকে হত্যা করেছে; নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছেঘ

মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, হামলা হয়েছে কারাক জেলায়। প্রাদেশিক পুলিশ প্রশাসন জানিয়েছে, একটি গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা যাচ্ছিলেন। সন্ত্রাসীরা প্রথমে সড়কে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটি থামিয়ে দেয়। এরপর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার কর্মকর্তা ও গাড়ির চালক নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, “নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বর্বরতা এবং নির্মমতা। শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হামলার নিন্দা জানিয়েছেন।

হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলের আশপাশে তৎপর হয়ে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) আধিপত্য রয়েছে, যারা পুলিশ ও সেনাবাহিনীর ওপর নিয়মিত হামলা চালায়।

টিটিপির সন্ত্রাসীদের কারণে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ইতিহাসে সবচেয়ে খারাপ হয়ে গেছে। পাকিস্তানি বিমানবাহিনী গত মাসে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় সরাসরি বিমান হামলাও চালিয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন