• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ড্রোন ও মিসাইলে ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলার পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল-ছবি: সংগৃহীত

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে চালানো এসব হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

হামলার একদিন আগে মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে এক রুশ জেনারেল নিহত হন। এর পরদিনই ইউক্রেনে বড় পরিসরে এই সামরিক অভিযান চালায় রুশ বাহিনী।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কিনঝাল মিসাইল ব্যবহার করে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি দেনিপ্রোপার্টভোস্ক অঞ্চলের আন্দ্রিভকা ও খারকিভের প্রাইলিপকা এলাকা দখলের কথাও জানিয়েছে মস্কো।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারেদেঙ্কো বলেন, ভোরবেলা রাশিয়া অন্তত ৬০০ ড্রোন ও কয়েক ডজন মিসাইল ব্যবহার করে হামলা চালায়। এতে পূর্বাঞ্চলের জ্বালানি অবকাঠামো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নতুন এই হামলার পর ইউক্রেনের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন