• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তিযোদ্ধা প্রজন্মের যুগ্ম আহ্বায়ক হলেন আইনজীবী সোহেল

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
আইনজীবী সোহেল রানা-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তত্ত্বাবধানে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপাতত আংশিকভাবে ১০১ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। কমিটিতে ১ নম্বর সদস্য হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ২ নম্বর সদস্য হিসেবে মরহুম আরাফাত রহমান কোকোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় আইনজীবী সোহেল রানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

উল্লেখ্য, ২০১৫ সালে উত্তরা এলাকা থেকে আইনজীবী সোহেল রানাকে তুলে নিয়ে দীর্ঘ ১৮৬ দিন গোপনে আটক রাখা হয়। পরে ফিরে এসে তিনি এই ঘটনাকে ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরে গিয়ে মানবাধিকার ও গণতন্ত্র সংকটের প্রতীক হিসেবে তুলে ধরেন।

এর আগে, গত ২৪ নভেম্বর বিএনপি নেতা ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে সদস্যসচিব করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়
রাশেদ প্রধান হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়
২ গণমাধ্যমের ওপর হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন
২ গণমাধ্যমের ওপর হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন
ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, কিন্তু শঙ্কা কাটেনি: রিজভী
ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, কিন্তু শঙ্কা কাটেনি: রিজভী