• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিইসির সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠক চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পি.এম.
প্রধান নির্বাচন কমিশন ভবন। ছবি-সংগৃহীত

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক শুরু হয়।

এর আগে, বেলা ১২টার একটু আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান ইসি সচিবালয়ে পৌঁছান। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান। 

জানা গেছে, প্রথমে তিন বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম ও নির্বাচনি পরিবেশ বজায় রাখা নিয়ে আলোচনা হবে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
ছয় শহীদ শান্তিক্ষীর জানাজা সম্পন্ন
রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ছয় শহীদ শান্তিক্ষীর জানাজা সম্পন্ন
এ কে খন্দকারের জানাজা আজ
এ কে খন্দকারের জানাজা আজ