ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য আনা হয়।
এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে বেলা ১১টা ৪০ মিনিটে ফের হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয় এবং সেখানে শেষ গোসল করানো হয়।
আরও পড়ুন: জাতীয় সংসদে অনুষ্ঠিত হলো শহীদ ওসমান হাদির জানাজা
জানাজার নামাজ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক পড়াবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগ্রহীরা কোনো প্রকার ব্যাগ বা ভারি বস্তু সঙ্গে আনবেন না। সংসদ ভবন ও আশপাশে ড্রোনও চলাচল করা যাবে না।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
শহীদ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের নেতা ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারণাকালে গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্টে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে আহত করে। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ বাদ জোহর জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।
ভিওডি বাংলা/জা







