• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের ট্রাভেল পাস নিয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি-ফাইল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জন্য ট্রাভেল পাস সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কূটনীতিকদের জন্য আয়োজিত অবহিতকরণ সভা শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে এখনো কোনো ট্রাভেল ডকুমেন্টের আবেদন আসেনি। এর আগের দিন বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনেও তিনি একই কথা জানান।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে অবহিত করে। সভায় জানানো হয়, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদের বহনকারী গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করতে দেখা যায়। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নির্বাচন ও গণভোট ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ঢাকাস্থ দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। সভায় প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের
বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তার আশ্বাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের
গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন
গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন
নভেম্বর মাসে সড়কে নিহত ৪৮৩ জন
নভেম্বর মাসে সড়কে নিহত ৪৮৩ জন