• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উচ্চ পর্যায়ের নির্দেশে সরকারি বাসায় থাকছেন আসিফ-মাহফুজ

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পি.এম.
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম-ছবি-ভিওডি বাংলা

নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসভবনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই তারা সরকারি বাসায় রয়েছেন। তিনি আরও জানান, পদত্যাগের পর দুই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ডে সরকারি বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।

এর আগে ‘সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এক সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই তরুণ উপদেষ্টা এখনো সরকারি বাসভবন ছাড়েননি। তারা কবে বাসা ছাড়বেন, সে বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছেও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

গত ১০ ডিসেম্বর বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তখন প্রেস উইং থেকে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে।

পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। পরে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই সরকারের দায়িত্ব পালন শুরু করেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 

অন্যদিকে, মাহফুজ আলম গত বছরের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরু করেন। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম পদত্যাগ করলে মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

সব মিলিয়ে আসিফ মাহমুদ ১৫ মাস এবং মাহফুজ আলম ১৩ মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ত্বরান্বিত করে। জুলাই গণ-অভ্যুত্থানে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়।

অন্যদিকে, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে মাহফুজ আলমকে নির্বাচন করা হয়। সে সময় তাকে ছাত্র-জনতার আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হলে বিষয়টি দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাজারীবাগে হোস্টেলে মিললো জান্নাতারার মরদেহ
হাজারীবাগে হোস্টেলে মিললো জান্নাতারার মরদেহ
নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংসদে যেতে চাই না: ইশরাক হোসেন
নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংসদে যেতে চাই না: ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধ বিকৃত করলে জনগণ ক্ষমা করবে না: ইশরাক
মুক্তিযুদ্ধ বিকৃত করলে জনগণ ক্ষমা করবে না: ইশরাক