পাবনা-৩
মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জামায়াতের এমপি প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০,পাবনা-০৩ আসন (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) থেকে এমপি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী মাওলানা জনাব মোঃ আলী আছগার সাহেব। তিনি পাবনা জেলা জামায়াতের সহ-তরবিয়ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার দুপুর ১ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল এর কার্যালয় থেকে তিনি এই এমপি পদপ্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এমপি পদপ্রার্থী'র মনোনয়নপত্র সংগ্রহের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুল ইসলাম, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, চাটমোহর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান, ফরিদপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাফিনুর ইসলাম এবং ফরিদপুর উপজেলা আমির আবু তালেব সহ স্থানীয় নেতা-কর্মীরা।
এমপি পদপ্রার্থী'র মনোনয়নপত্র সংগ্রহ শেষে জামায়াতের নেতৃবৃন্দ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। অন্যদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা তাপস পাল সকল প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
ভিওডি বাংলা/ গিয়াস উদ্দিন সরদার/ আ







