• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ

স্পোর্টস ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ পি.এম.
আজ ২০২৬ আইপিএল মিনি নিলাম। সংগৃহীত ছবি

আইপিএলের মঞ্চে আজ আবারও খুলছে কোটি টাকার দরজা। আবুধাবির ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ২০২৬ মৌসুমের মিনি নিলাম। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হওয়া এই নিলামে দল গঠনের শেষ প্রস্তুতি সারবে ১০টি ফ্র্যাঞ্চাইজি।

নিলামে যেমন নজর থাকবে ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোনদের দিকে, তেমনি বাংলাদেশের সাত ক্রিকেটারের ভাগ্যও নির্ধারিত হবে আজই।

কতজন খেলোয়াড় দল পাবেন

১০টি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে এখনো ৭৭টি জায়গা খালি রয়েছে, যার মধ্যে ৩১টি বিদেশি ক্রিকেটারের জন্য। নিয়ম অনুযায়ী একটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় দলে নিতে পারবে এবং স্কোয়াডে বিদেশির সংখ্যা সর্বোচ্চ আটজন হতে পারবে। সবচেয়ে বেশি ফাঁকা জায়গা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের—১৩টি, আর সবচেয়ে কম পাঞ্জাব কিংসের—মাত্র চারটি।

নিবন্ধিত খেলোয়াড়

এবারের নিলামের জন্য শুরুতে ১,৩৫৫ জন খেলোয়াড় নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৬৯ জন। এর মধ্যে ৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। ভারতীয়দের মধ্যে ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই এই সর্বোচ্চ ভিত্তিমূল্যে রয়েছেন।

বাংলাদেশ থেকে কারা

বাংলাদেশ থেকে নিলামে আছেন সাত ক্রিকেটার—মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান। তাদের মধ্যে ভিত্তিমূল্য সবচেয়ে বেশি মুস্তাফিজুর রহমানের। প্রাথমিক তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত নিলামে জায়গা হয়নি সাকিব আল হাসানের।

আলোচনার কেন্দ্রে

নিলামের সবচেয়ে আলোচিত নাম অস্ট্রেলিয়ার পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। বিশ্লেষকদের মতে, তার দাম ২৫ কোটি রুপিও ছাড়াতে পারে। এ ছাড়া লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, ডেভন কনওয়ে ও ডেভিড মিলারদের প্রতিও থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর বিশেষ নজর।

কোন দলের হাতে কত টাকা

নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স—তাদের হাতে রয়েছে ৬৪.৩০ কোটি রুপি। চেন্নাই সুপার কিংসের বাজেট ৪৩.৪০ কোটি রুপি। তুলনামূলক কম বাজেট নিয়ে নিলামে নামছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।

নিলামের নিয়ম

মিনি নিলাম হওয়ায় এবার কোনো ‘মার্কি সেট’ থাকছে না এবং রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহারের সুযোগও নেই। ক্যাপড ব্যাটসম্যানদের দিয়েই নিলাম শুরু হবে। ৭০ জন খেলোয়াড় উপস্থাপনের পর শুরু হবে অ্যাক্সেলারেটেড রাউন্ড।

সব মিলিয়ে আজকের নিলাম শুধু দল গঠনের আনুষ্ঠানিকতা নয়—অনেক ক্রিকেটারের জন্য নতুন ঠিকানা পাওয়ার দিন, আবার কারও জন্য দীর্ঘ অপেক্ষার শুরু।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলাভেসকে হারিয়ে স্বস্তি আলোনসোর
আলাভেসকে হারিয়ে স্বস্তি আলোনসোর
ক্রিকেটারদের সম্মান রক্ষা করতে হবে
তামিমের ক্ষোভ ক্রিকেটারদের সম্মান রক্ষা করতে হবে
শক্তিশালী দল ঘোষণা বাফুফের
শক্তিশালী দল ঘোষণা বাফুফের