• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়ের মাথুরা অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার মধ্যে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।

পুলিশ জানায়, কুয়াশার কারণে সামনে দেখতে না পাওয়ায় একের পর এক যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়।

মাথুরার পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট শোলক কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করার কাজ চলছে।

আহত ২৫ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও গাড়ির যাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
নিপাহ ভাইরাসের ঝুঁকি: বাংলাদেশ-ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে এমপিসহ নিহত ১৫
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন
ডোনাল্ড ট্রাম্প: ইরানের দিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর মোতায়েন