• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্যাতন কেলেঙ্কারি, হাঙ্গেরিতে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পি.এম.
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হাজারো মানুষ বিক্ষোভে নেমেছে। সংগৃহীত ছবি

হাঙ্গেরিতে রাষ্ট্র পরিচালিত সংশোধনাগারে শিশু নির্যাতনের অভিযোগে সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ। সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের পদত্যাগের দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানী বুদাপেস্টে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভের ডাক দেন বিরোধী নেতা পিটার ম্যাগয়ার। আসন্ন বসন্তে অনুষ্ঠেয় পার্লামেন্টারি নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে থাকা তার দল টিসজা সম্প্রতি একটি কিশোর সংশোধনাগারে নতুন নির্যাতনের অভিযোগ প্রকাশের পর এই কর্মসূচি ঘোষণা করে।

এএফপির হিসাবে, অন্তত ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। অনেক বিক্ষোভকারী হাতে শিশুদের খেলনা বহন করেন। পিটার ম্যাগয়ার নিজে মিছিলের নেতৃত্ব দেন এবং ‘চলুন, শিশুদের রক্ষা করি’ লেখা ব্যানার বহন করেন।

সম্প্রতি প্রকাশিত এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, সজলো স্ট্রিট কিশোর সংশোধনাগারের তৎকালীন পরিচালক এক কিশোরের মাথায় লাথি মারছেন। এ ঘটনায় চারজন কর্মীকে আটক করা হয়েছে। পাশাপাশি সরকার দেশের সব সংশোধনাগার পুলিশি তত্ত্বাবধানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ভিন্ন অভিযোগে আরও তিন কর্মী গ্রেপ্তার হন, যাদের মধ্যে একজন সাবেক পরিচালকও রয়েছেন। তার বিরুদ্ধে পতিতাবৃত্তির চক্র পরিচালনার অভিযোগ রয়েছে।

২০১০ সালে ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রী ওরবান শিশু সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক একাধিক শিশু নির্যাতন কেলেঙ্কারিতে তার সরকার চরম চাপে পড়েছে।

বিক্ষোভকারী ১৬ বছর বয়সি ডেভিড কোজাক বলেন, সরকারের কাছে সমস্যা নির্যাতন নয়, বরং এসব ঘটনা প্রকাশ্যে আসা। আরেক বিক্ষোভকারী ৭৩ বছর বয়সি পেনশনভোগী জুজসা সালাই বলেন, সবচেয়ে অসহায় শিশুদের সঙ্গে যা করা হচ্ছে, তা ক্ষোভের জন্ম দিচ্ছে।

এর আগে পিটার ম্যাগয়ার ২০২১ সালের একটি অপ্রকাশিত সরকারি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে বলা হয় রাষ্ট্র পরিচালিত পরিচর্যা কেন্দ্রে শিশুদের পাঁচ ভাগের এক ভাগের বেশি নির্যাতনের শিকার হয়েছে।

সরকার অবশ্য দাবি করেছে, শিশু নির্যাতনের অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট প্রতিবেদনটি ২০২২ সালে তদন্তকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সন্দিহান জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সন্দিহান জেলেনস্কি
ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো
ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো
ওড়িশায় নারীকে হত্যার জেরে জ্বালিয়ে দেওয়া বাঙালি গ্রাম
ওড়িশায় নারীকে হত্যার জেরে জ্বালিয়ে দেওয়া বাঙালি গ্রাম