• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালীতে আবুল হোসেনের ওপর পরিকল্পিত হত্যাচেষ্টা

   ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পি.এম.
আবুল হোসেন। ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আস্করিয়া আবাসিক এলাকায় আবুল হোসেন নামে এক ব্যক্তির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হঠাৎ দেশীয় দা–চাকু নিয়ে আবুল হোসেনের ওপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

স্থানীয়দের দাবি—এটি ছিল একটি পরিকল্পিত হত্যাচেষ্টা।

এলাকাবাসী আরও জানায়, দীর্ঘদিন ধরে নিহার কুসুম মজুমদারের মালিকানাধীন একটি ভবন থেকে নিয়মিতভাবে পানি ও ময়লা আবর্জনা আবুল হোসেনের বাড়ির দিকে ফেলা হতো। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠক হলেও প্রভাবশালী হওয়ায় কুসুম মজুমদার কখনও জবাবদিহির মুখোমুখি হননি বলে অভিযোগ।

ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা এই ঘটনায় হত্যাচেষ্টা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, “এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একটি সড়কেই বদলাতে পারে লক্ষাধিক মানুষের ভাগ্য
একটি সড়কেই বদলাতে পারে লক্ষাধিক মানুষের ভাগ্য
পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
রাজশাহী পুকুর খননে বাধা দেওয়ায় ভেকুর নিচে ফেলে যুবককে হত্যা!
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ
দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ