• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাশুড়ির তথ্যে নলছিটি থেকে গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এ.এম.
গৃহকর্মী আয়েশা -ছবি-ভিওডি বাংলা

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত মা–মেয়ে হত্যা মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়েশা আক্তারকে তার শাশুড়ির দেওয়া তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে দপদপিয়া ইউনিয়নের কয়ারচর গ্রামে দাদা শ্বশুরের বাড়ি থেকে আয়েশা ও তার স্বামী জামাল সিকদার রাব্বিকে মোহাম্মদপুর থানা পুলিশ আটক করে।

স্থানীয়রা জানান, ঘটনার পর আয়েশা ও রাব্বি লঞ্চযোগে ঢাকা থেকে বরিশাল হয়ে নলছিটিতে এসে রাব্বির দাদা রুস্তুম সিকদারের বাড়িতে আশ্রয় নেন। দীর্ঘ ১৫ বছর পর এলাকায় ফিরে রাব্বি নিজ এলাকাও ঠিকভাবে চিনতে পারেননি। তার বাবা প্রবাসে থাকায় বাড়িতে ছিলেন শুধু বৃদ্ধ দাদি।

কয়ারচর ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ মন্নান মৃধা চুন্নু জানান, রাব্বির বাবা–মায়ের বিচ্ছেদের পর সে আর এলাকায় আসেনি। শোনা যায়, রাব্বি ঢাকার একটি পরিবারের মেয়েকে বিয়ে করেছেন। সেদিন সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি।

এদিকে, আয়েশার শাশুড়ি রুমা বেগম পুলিশকে জানালে যে আয়েশা ও রাব্বি নলছিটি এলাকায় অবস্থান করছেন, সেই তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মোহাম্মদপুর থানা পুলিশের এসআই মো. সহিদুল ইসলাম মাসুম বলেন, আয়েশা মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সোমবার সকালে বাসার গৃহিণী লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা (১৫)–কে হত্যার দায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। চুরির চেষ্টা থেকে ধস্তাধস্তির এক পর্যায়ে ঘটনাটি ঘটে বলে তিনি জানান।

নিহত লায়লা আফরোজ গৃহিণী ছিলেন, তার স্বামী এম জেড আজিজুল ইসলাম একজন শিক্ষক। নিহত নাফিসা নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার হওয়ার খবর কয়ারচর গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা