• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজে শিক্ষার্থী সংঘর্ষ, পরিস্থিতি শান্ত

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পি.এম.
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম ঘটনার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে -ছবি: সংগৃহীত

সকালে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রথমে ঢাকা কলেজের একটি বাসে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে এগিয়ে গেলে সংঘর্ষ সৃষ্টি হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সংঘর্ষের সূত্রপাত হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সরিয়ে ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেয়। বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাইরে নেই বলেও তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দেয়। কিছু আইডিয়াল কলেজের শিক্ষার্থীও আক্রমণাত্মক আচরণ করেন, এতে কয়েকজন আহত হন। পরে পুলিশ, কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে উত্তেজনা কমানোর চেষ্টা করা হয়।

ডিসি মাসুদ আলম জানান, ঘটনায় কোনো ‘বহিরাগত’ বা চক্রের সংশ্লিষ্টতা আছে কি না খতিয়ে দেখা হবে। তিনি সবাইকে ভিডিও বা প্রমাণ সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এক শিক্ষার্থীর ছবি পুরোনো ঘটনা সম্পর্কিত বলে জানা গেছে। ওই শিক্ষার্থী বর্তমানে আইডিয়াল কলেজের নয়, তেজগাঁও কলেজের ছাত্র।

ডিসি আরও জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরাও ধীরে ধীরে ক্যাম্পাসের ভেতরে ফিরে গেছে। তবুও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গত ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ করা হয়। সেই অনুষ্ঠানে হাতে গোলাপ আর মুখে বন্ধুত্বের স্লোগানে ভবিষ্যতে আর সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেছিল উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কিন্তু এক মাসও টিকল না সেই অঙ্গীকার। আজ ফের পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষে জড়িয়েছে উভয় প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধ্যাদেশের দাবিতে ফের রাস্তায় ৭ কলেজের শিক্ষার্থীরা
অধ্যাদেশের দাবিতে ফের রাস্তায় ৭ কলেজের শিক্ষার্থীরা
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি
রোববার থেকে পরীক্ষা শুরু, স্থগিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
রোববার থেকে পরীক্ষা শুরু, স্থগিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি