• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। মৃত্যুর পরপরই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয় তাকে, যেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান বলেন, গতরাতে নাখালপাড়ার বাবুল বাগ মোড়ে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান অনেক আগেই ওই ব্যক্তি মারা গেছেন।
 
তিনি আরও বলেন, আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা নিহত ব্যক্তির পরিচয় জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। রেলওয়ে থানা পুলিশকে ঘটনাস্থলের তথ্য জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা