• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

ভিওডি বাংলা ডেস্ক    ৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পি.এম.
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩১০ বাংলাদেশি। সংগৃহীত ছবি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩১০ বাংলাদেশি। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিরতি যাত্রীদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

ফেরত নাগরিকদের বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তা‌রা। জনসচেতনতা তৈরির লক্ষ্যে নিজেদের দুর্ভোগের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয় তাদের প্রতি। আইওএম প্রত্যেককে পথখরচা, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসাসহ জরুরি সহায়তা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জাইমা রহমান
প্রথম বারের মতো বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জাইমা রহমান
মালয়েশিয়ায় অভিযানে ১৭৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অভিযানে ১৭৪ বাংলাদেশি আটক