• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছত্তিশগড়ে সংঘর্ষ: ১২ মাওবাদীসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক    ৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পি.এম.
নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে ১৫ জন নিহত। সংগৃহীত ছবি

ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষে অন্তত ১২ মাওবাদী ও পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার বিজাপুর–দান্তেওয়াড়া জেলা সীমান্তের দুর্গম বনাঞ্চলে এ সংঘর্ষ ঘটে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মাওবাদী দমনে ছত্তিশগড়ে চলমান বিস্তৃত নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে মোট হতাহত হন ১৫ জন। এর দুই সপ্তাহ আগে একই অঞ্চলে অভিযান চালিয়ে মাওবাদী শীর্ষ নেতা মাদভি হিদমা, তার স্ত্রীসহ ছয়জনকে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সর্বশেষ অভিযানে ঘটনাস্থল থেকে ১২ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে পুলিশের তিন কর্মকর্তা নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন্দররাজ পাট্টিলিঙ্গম।

মাওবাদী বা নকশাল বিদ্রোহীরা কয়েক দশক ধরে ছত্তিশগড়সহ ভারতের খনিজসমৃদ্ধ মধ্যাঞ্চলে প্রান্তিক আদিবাসীদের অধিকার রক্ষার নামে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। মাও সেতুংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে শুরু হওয়া এই বিদ্রোহ ২০০০-এর দশকের মাঝামাঝি চরমে পৌঁছে যায়, যখন দেশটির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চলের নিয়ন্ত্রণে ছিল ১৫–২০ হাজার মাওবাদী যোদ্ধা।

সম্প্রতি মাওবাদীরা সশস্ত্র সংগ্রাম স্থগিত করে সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। গত কয়েক সপ্তাহে প্রায় ৩০০ মাওবাদী যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তবে বিদ্রোহ নির্মূলে দিল্লির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। আগামী ২০২৬ সালের মার্চের মধ্যেই মাওবাদী বিদ্রোহ পুরোপুরি দমনের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার।

১৯৬৭ থেকে এখন পর্যন্ত এই সংঘাতে ১২ হাজারের বেশি বিদ্রোহী, নিরাপত্তা সদস্য ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে।

সূত্র: এএফপি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যা বলছে মিয়ানমার জান্তা
অং সান সু চি’র মৃত্যুর গুঞ্জন: যা বলছে মিয়ানমার জান্তা
পরিচালক বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
পরিচালক বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
জরুরি অবতরণকালে মেক্সিকোতে প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৭
জরুরি অবতরণকালে মেক্সিকোতে প্রাইভেট জেট বিধ্বস্ত, নিহত ৭