• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশিদের ভিসার জন্য অপরাধ হ্রাস জরুরি: রাষ্ট্রদূত

ভিওডি বাংলা ডেস্ক    ৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেছেন, যেসব অনিয়ম ও অভিযোগের কারণে বাংলাদেশিদের ভিসা বারবার বন্ধ হচ্ছে, তা সমাধান আমাদের হাতে। তিনি বলেন, “যেকোনো মূল্যে আমাদের অপরাধের হার কমাতে হবে। এই দেশে আমাদের ভাবমূর্তি ও অপরাধ হারের এআই-নিয়ন্ত্রিত ডেটা যদি আমরা উন্নত করতে না পারি, তাহলে ভিসা পুনরায় চালুর ক্ষেত্রে আশাবাদী হওয়া কঠিন।”

রোববার (৩০ নভেম্বর) এনআরবি ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্টস, আইইবি ওভারসিজ চ্যাপ্টার আবুধাবি ও বিইএ ওয়ার্ল্ডের যৌথ উদ্যোগে আবুধাবির আল বাহিয়া ফার্মহাউজে ইউএইর জাতীয় দিবস উপলক্ষে প্রবাসী সচেতনতা শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকৌশলী নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং প্রকৌশলী আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ইউএই জনতা ব্যাংকের সিই মোহাম্মদ কামরুজ্জামান, বিমানের আঞ্চলিক ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন সহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রবাসী প্রকৌশলী, স্থপতি ও কমিউনিটি নেতারা এবং তাদের পরিবার অংশ নেন। অনুষ্ঠানে শীতকালীন পিঠা উৎসব, রকমারি খেলাধুলা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জাইমা রহমান
প্রথম বারের মতো বিএনপির দলীয় সভায় বক্তব্য দিলেন জাইমা রহমান
মালয়েশিয়ায় অভিযানে ১৭৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অভিযানে ১৭৪ বাংলাদেশি আটক