• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এভারকেয়ারের সামনে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পি.এম.
এভারকেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত নিরাপত্তায় বিজিবির সদস্যরা-ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, একটি প্লাটুন হাসপাতালের গেটে দায়িত্ব পালন করছে এবং অন্য প্লাটুন টহল দিচ্ছে।

এর আগে সোমবার রাতে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা ও বিএনপি নেতা-কর্মীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। তারপরও বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি নেতা-কর্মীরা হাসপাতালের সামনে জড়ো হন এবং ব্যারিকেডের বাইরে নির্দিষ্ট স্থানে অবস্থান নেন।

নেতা-কর্মীদের অনেকে জানান, ভিড় কমাতে কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও উদ্বেগের কারণে তারা হাসপাতালে ছুটে এসেছেন।

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মঙ্গলবার বিকেল থেকে তার নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুই মামলায় খালেদা জিয়া কারাদণ্ডপ্রাপ্ত হন। দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয় এবং পরবর্তী সময়ে সেই মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হয়। তবে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি।

৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পূর্ণ মুক্তি পান। পরে ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে চার মাস পর ৬ মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা