• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাটডাউন: প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শুরু

নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পি.এম.
প্রাথমিক শিক্ষকরা তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও প্রতিবাদ চালিয়ে যাবে-ছবি: সংগৃহীত

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকা এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারি করার প্রতিবাদে কর্মসূচি চালু হয়েছে। এতে তৃতীয় দিনের মতো বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে।

পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন বলেন, সরকারের প্রতিশ্রুতিতে কোনো অগ্রগতি নেই; তাই আন্দোলন জোরদার করা ছাড়া উপায় নেই। শিক্ষকরা জানাচ্ছেন, অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দাবি পূরণ না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।

তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৯টি, যেখানে ৩,৮৪,০০০-এর বেশি শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষকরা ইতোমধ্যেই ১০ম গ্রেডে বেতনভুক্ত হলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে আছেন।

আগের আন্দোলনের সময়, নভেম্বরের ৮-১২ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষক আহত হয়েছিলেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষকরা আবারও কর্মবিরতিতে ফেরেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ঢাকায় ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অনুমোদন
সাত সরকারি কলেজ একীভূত: ঢাকায় ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অনুমোদন
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যানজটের সৃষ্টি
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যানজটের সৃষ্টি