• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘এমএলএস ফুটবলের প্যারোডি’, মেসিকে ছুটির পরামর্শ

স্পোর্টস ডেস্ক    ১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পি.এম.
লিওনেল মেসি। সংগৃহীত ছবি

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনো টাটকা। চার বছর পার হতে না হতেই আবারও শিরোপা ধরে রাখার মিশনে নামতে যাচ্ছে আলবিসেলেস্তেরা। তবে এই দলে লিওনেল মেসি থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নির্ভর করছে তার শারীরিক ও মানসিক ফিটনেসের ওপর।

আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাজ করা সাবেক ফিটনেস ট্রেইনার ফার্নান্দো সিগনোরিনি মেসিকে কিছুদিন ছুটিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, মেজর লিগ সকারে (এমএলএস) খেলে মেসির ধার কমছে। তিনি এই লিগকে ‘ফুটবলের প্যারোডি’ বলে আখ্যা দিয়েছেন।

সুপার দেপোর্তিভো রেডিওকে সিগনোরিনি বলেন,
‘লিওর উচিত বিশ্বকাপকে অগ্রাধিকার দেওয়া। সে এখন যেখানে খেলছে, সেটা ফুটবল নয়—ফুটবলের প্যারোডি।’

লা লিগায় বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নেই বলেই নিশ্চিত হয়েছে। তবু ইন্টার মায়ামি থেকে অল্প সময়ের জন্য অন্য ক্লাবে ধারে খেলার গুঞ্জন থামেনি। সিগনোরিনির পরামর্শ, মেসির উচিত মায়ামির হয়ে খেলা থেকে অন্তত কিছুদিন বিরতি নেওয়া।

তিনি আরও বলেন,
‘বিশ্বকাপের তিন মাস আগে অন্তত এক মাস পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত তার। এতে সে মানসিকভাবে তরতাজা হয়ে ফিরবে। তবে তাকে প্রথম মিনিট থেকে প্রতি ম্যাচে খেলার চিন্তা বাদ দিতে হবে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, তিনি দলের বোঝা হতে চান না; কেবল নিজের ফিটনেস ঠিক থাকলেই বিশ্বকাপে খেলবেন। আপাতত তার লক্ষ্য এমএলএস কাপ। আগামী শনিবার ভ্যাঙ্কুভারের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে ইন্টার মায়ামি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ