• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়ানডে ক্রিকেট

আফ্রিদির রেকর্ড ভেঙে ছক্কার নতুন রাজা রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পি.এম.
হাফসেঞ্চুরির পর রোহিত শর্মা। সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেটে ছক্কার নতুন রাজা এখন রোহিত শর্মা। রাঁচিতে আজ তিনটি ছক্কা হাঁকিয়ে তিনি ভেঙেছেন শহীদ আফ্রিদির রেকর্ড। ভারতীয় ওপেনারের বর্তমান ছক্কার সংখ্যা ৩৫২, যেখানে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদির ছক্কা ছিল ৩৫১টি।

ইনিংসের প্রথম ছক্কাতেই রোহিত স্পর্শ করেন বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৩৫০ ছক্কার মাইলফলক। ১৫তম ওভারে প্রেনেলান সুব্রায়েনকে ছক্কা মেরে ছুঁয়ে ফেলেন আফ্রিদির রেকর্ড। এরপর বেশি সময় না নিয়েই উঠে যান এক নম্বর জায়গায়।

২০তম ওভারে মার্কো ইয়ানসেনের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়েই ওয়ানডের নতুন ‘ছক্কা–রাজা’ হয়ে ওঠেন রোহিত।

এই অর্জনের সঙ্গে তিনি আরও কাছাকাছি পৌঁছে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০ ছক্কার মাইলফলকে। বর্তমানে রোহিতের মোট ছক্কা ৬৪৫টি।

তবে রেকর্ড ভাঙার পরই আউট হওয়ায় তিন অঙ্কের দেখা পেলেন না তিনি। ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করে ইয়ানসেনের বলেই এলবিডব্লিউ হন ৩৮ বছর বয়সী এই ওপেনার। এ ইনিংস দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৬০তম হাফসেঞ্চুরিও পূরণ করেন রোহিত।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
ভারত-পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ নিরাপত্তা
নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত: নাটকীয় ম্যাচে বেনফিকা টিকে রইল, রিয়াল মাদ্রিদ প্লে-অফে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ