• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড:

অক্ষত রইল মসজিদ ও পবিত্র কোরআন

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ১১:২১ এ.এম.
অক্ষত পাওয়া যায় মসজিদ ও পবিত্র কোরআন। ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজারো মানুষ সর্বস্ব হারালেও অলৌকিকভাবে অক্ষত রয়েছে পবিত্র কোরআনের কপি ও মসজিদ। 

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায়  আগুনে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট, ফার্নিচার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেলেও ধর্মীয় প্রতিষ্ঠানটির কোনো ক্ষতি হয়নি, যা স্থানীয়দের বিস্মিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও মসজিদটি আগুনের মূল প্রবাহের বাইরে থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আশপাশের প্রায় সব ঘর পুড়ে গেলেও মসজিদ ও পবিত্র কোরআনের কপিগুলো অক্ষত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত অনেকে এটিকে আল্লাহর রহমত হিসেবে দেখছেন।

অগ্নিকাণ্ডের পর স্থানীয় কমিউনিটি ও ইসলামিক সংগঠনগুলো দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ধর্মীয় সামগ্রী নিরাপদে সরানোর উদ্যোগ নেয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর মসজিদে অক্ষত কোরআন দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য, আশ্রয় ও পুনর্বাসনের দাবি উঠেছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সহায়তা কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
পল্টনে মোবাইল IMEI পরিবর্তনের সরঞ্জামসহ আটক ১
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা
ঢাকায় ট্রাফিক অভিযানে একদিনে দেড় হাজারের বেশি মামলা