• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বাবা

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এ.এম.
বাবু-কাশেম-ছবি: সংগৃহীত

রাজধানী মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বাবু (২৬) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের বাবা কাশেমকেও জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা উদ্যান ডি ব্লকের ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ‎ 

কাশেমের বোন আখতারী বেগম জানান, টাকা পয়সা নিয়ে সন্ধ্যার দিকে ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে রাজীব নামে একজনের সঙ্গে হাতাহাতি হয় কাশেমের। পরে রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে চার নম্বর রোডে গেলে কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে রাজিব, সবুজ, রুবেল ও মোহনসহ আরও অজ্ঞাত বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

‎বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। 

তিনি বলেন, ঢাকা উদ্যান ৩ নম্বর রোডের ব্লকে হামলায় কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসীরা। পরে মুমূর্ষ অবস্থায় দু’জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করে এবং গুরুতর আহত অবস্থায় তার বাবা কাসেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এই ঘটনাটি যারা ঘটিয়েছেন তাদের ধরতে আমাদের ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনিস আলমগীর-শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা
আনিস আলমগীর-শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা
হাদিকে হত্যাচেষ্টায় পল্টন থানায় মামলা
হাদিকে হত্যাচেষ্টায় পল্টন থানায় মামলা
রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে আগুন