স্পেনে বায়তুল মোকাররম মসজিদের ৩ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররমের পরিচালনার জন্য তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৫ নভেম্বর এক সাধারণ সভায় নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিগত কয়েক মেয়াদে সফলভাবে সভাপতি দায়িত্ব পালন করা খোরশেদ আলম মজুমদার। সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, কোষাধ্যক্ষ শাহ আলম, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ সাহাদত আলী ও নিজাম উদ্দিন। এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন ওয়াসিম রানা, জাহিদুল আলম দিদার, মোহাম্মদ পিন্টু, রুবেল আহমেদ, মাকসুদ উল্লাহ খোকন ও সেলিম আহমেদ।
সভায় মাদ্রিদে বাংলাদেশের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম মজুমদার সকল কার্যকরী কমিটির সদস্যদের দায়িত্বনিষ্ঠভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মসজিদ সম্প্রসারণ এবং একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য মসজিদের পাশের জমি ক্রয়ের জন্য যে অর্থ প্রয়োজন, তা দ্রুত সংগ্রহে যারা ইতোমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের দ্রুত অর্থ প্রদান করার জন্য অনুরোধ করেন।
নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা করেন মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জামাল উদ্দিন মনির।
ভিওডি বাংলা/জা







