টপ নিউজ
সাকিব আল হাসানকে দুদকে তলব
স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ০৫:০১ পি.এম.

সাকিব আল হাসান-ছবি সংগৃহীত
জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে। অর্থ আত্মসাৎ সংক্রান্ত একটি মামলার তদন্তের জন্য তাকে ও আরও ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আহ্বান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
সূত্র অনুযায়ী, শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাকিবের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।
তাকে আগামী ২৬ নভেম্বর তলব করা হয়েছে।
ভিওডি বাংলা/জা





